১. তুমি কি আমায় দেখে চিনতে পারবে অনেক বছর পরে- সঙ্গীহীন আমি একটি চাদর গায়ে হেঁটে যাব লাঠি হাতে- যখন আমার চুল সাদা হবে দেখা হবে কোনো পথে- বিধবা জীবনে তুমি আনন্দ খুঁজবে নাতি- নাতনির সাথে! ২. সারাদিন ক্লান্ত দেহ কেটে যায়...
0১. সবুজ ধানক্ষেতে কৃষকের সবুজ হাসিমেঘমুক্ত আকাশ হাসে নির্মল নীলাভ হাসিমেঠোপথে ক্লান্তিহীন হাঁটে রাখাল বালককৃষক তনয়ার চোখে মুখে নিরুপম খুশি!০২.সবুজ পাতায় কেঁপে কেঁপে মুছে যায় সন্ধ্যার বাতাসখয়েরি শালিকগুলো আকাশে উড়ে উড়ে ফিরে নীড়েশত সহস্র যুগ ধরে রয়েছি তোমারই অপেক্ষায়এখনো খুঁজি তোমায়...